Header Ads

ad728

[java] uc browser9.5 দিয়ে wapka সহ যেসব পেজ গুলা সো করেনা তার সমাধান[request]

[java] uc browser9.5 দিয়ে wapka সহ যেসব পেজ গুলা সো করেনা তার সমাধান[request]

সবাই কেমন আছেন? আমি ভালো আছি।

কয়েকজন বন্ধু বলছিলেন বিডিলাভ,ওয়াপকা সহ বেশ কিছু সাইট জাভা uc 9.5 দিয়ে সাপোর্ট করেনা! আমি বলছিলাম ট্রিক্সটা দেব।
ওয়াপকা সাইট ভিজিট করলে এরকম ফাকা পেজ আসে। তো এর সমাধান করতে প্রথমে ব্রাউজারের সেটিং এ গিয়ে নেটওয়ার্ক সেটিং এ যেতে হবে। তারপর website preference নামে একটা ফাংশন পাবেন। এটা থেকে desktop সিলেক্ট করে সেভ করুন।  এবার দেখুন ওয়াপকা সাইট ভিজিট হচ্ছে। 
বিঃদ্র: এ প্রক্রিয়ায় আশাবাদী কাজ হবে।আমি symphony T100 দিয়ে ট্রাই করছি।আপনি করে দেখেন।জাভাকে ভোলার নয়! কম এম্বি খরচ,আমার মত গরিব, প্রথম হাতেক্ষরি জাভাকে হয়তো এখনো প্রয়োজন। আপনাদের ভালো কমেন্ট কাম্য।সবাইকে ধন্যবাদ।

No comments

Powered by Blogger.