Header Ads

ad728

{must see}এবারথেকে PS4 এর সকল গেমগুলো খেলুন আপনার এন্ড্রয়েড ফোনে।(Like:Sleeping dogs,watch dogs2,wwe2k17,mafia III)☑

{must see}এবারথেকে PS4 এর সকল গেমগুলো খেলুন আপনার এন্ড্রয়েড ফোনে।(Like:Sleeping dogs,watch dogs2,wwe2k17,mafia III)☑

আসা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি!কারন
ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে!
#প্রথমে আমাকে অথর করার জন্যে রানা এবং নাসি ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি;}
আমি আমার প্রতি পোস্টে আপনাদের ভালো কিছু নিয়ে আসার
চেস্টা করব
:}
#তো~~~~
☑আযকে আপনাদের মাঝে গেইমিং এর বেস্ট রিভিউ দিতে চলেছি:এর রিভিউটা দেখলে আপনার pc গেমিং এর আসাগুলো পূরণ করতে পারবেন।ট্রিকবিডির অধিকাংশ ভিজিটরদের pc নেই,থাকলেও ভালো গেমগুলো খেলতে পারেনা।তাই এই পোস্টটা তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
☑ GLOUDGAMES এপ এর সাহায্য ps4 এর গেমগুলো সহযেই মোবাইল(android,ios)এর সাহায্যে সহযেই খেলতে পারা যায়।আমি এটা ব্যবহার করতেছি ৭ দিন ধরে,এই app টিতে আমি Sleeping dogs,watch dogs,wwe2k17,mafia III খেলেছি এবং গেমপ্লে ছির অসাধারণ।যা সত্যিই মনে রাখার মতো।
☑অনেক হাই গ্রাফিক্সের পিসি গেমগুলো এটির সাহায্যে সহজেই খেলা যায়।Gloudgames এর গেমস্টোরে ২০০+ পিসি গেম রয়েছে।এগুলো খেলতে মোবাইলের মেমরিতে কোনো বাড়তি ফাইলের দরকার নেই।শুধু নেট কানেকশন এবং 1.3 mbps speed এ মুটামুটি ভালো ভাবে খেলা যায়।আর wifi থাকলে তো কথাই নেই।এটি ব্যবহারে অনেক এমবির প্রয়োজন হয় যা একটি প্রবলেম।যাইহোক ভালো কিছু যখন খেলবই তখন একটু এমবি খরচ করলে প্রবলেম নেই।এটা ব্যবহারে কত এমবি যাবে এটি নির্ভর করে গেমের গ্রাফিক্স এবং গেমপ্লে এর উপর।
☑পছন্দের গেমটি সিটিসেক্ট করে start game বাটনে ক্লিক করে গেমটা খেলা যাবে।সার্ভার ভরা থাকলে কিছুক্ষন ওয়েট করতে হবে।
☑আমার মোবাইলে 2mbps স্পিডে ভালোভাবেই খেলতে পেরেছিলাম।আমার মোবাইলে Gloudgames এপ এর কিছু গেইমপ্লের র্স্কীনসুট।










☑আপনার ফ্রী মিনিট শেষ হয়ে গিয়েছে,এমতাঅবস্থায় আপনি ভিডিও দেখে এবং ট্যাক্স কম্পিট করে কয়েন earn করতে পারেন।এই কয়েন দিয়ে কোনো গেমেট মিনিট কিনতে পারবেন।
ভিডিও দেখে কয়েন বাড়ানোট জন্যে:Gloudgames এপটি ওপেন করিলেই নিচের মতো watch videos get game timeঅপশন টা পাবেন।

এটাতে ক্লিক করলে ২৫ সেকেন্ডের একটা এড ভিডিও দেখাবে যেটা পুরো দেখলে আপনি ফ্রী কয়েন পাবেন।
☑এছাড়াও ট্যাক্স ওপশন থেকে reward পেতে পারেন।ট্যাক্স অপশন টা পেতে হলে game menu থেকে menu এ যেতে হবে:

।তারপর Tasks এ ক্লিক করে get reward এ ক্লিক করিবেন।

☑GloudGames app Download লিংক=
https://play.google.com/store/apps/details?id=cn.gloud.client.en
☑লিংক কাঁজ না করলে প্লেস্টোরে গিয়ে GloudGames লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন।
☑আসাকরি আমার পোস্টটি গেমার ভাইদের কাজে লেগেছে।
☑আযকে এই পর্যন্তই,পরের পোস্টে আবার দেখা হবে।
সবাই ভালো থাকবেন & ট্রিকবিডি এর সাথেই থাকবেন

No comments

Powered by Blogger.