Header Ads

ad728

আপনার WordPress সাইট এর জন্য নিয়ে নিন সুন্দর & আধুনিক Time & Date কোড যা আপনার সাইটকে আরোও সুন্দর করে তুলবে।

আপনার WordPress সাইট এর জন্য নিয়ে নিন সুন্দর & আধুনিক Time & Date কোড যা আপনার সাইটকে আরোও সুন্দর করে তুলবে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।
আজকের পোস্টের বিষয় : 
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।তাই আমার মনে হয় আমাদের সবার এই দুই একটা ওয়েবসাইট রয়েছে। কিন্তু Wapka সাইট এর সমস্যার কারণে আমরা অনেকেই Wapka সাইট বাদ দিয়ে WordPress সাইট বেছে নিয়েছি। তবে আমরা আমাদের WordPress সাইটে Time & Date লাগাতে চাই। কিন্তু তা করতে পারি না। কারণ আমরা WordPress Time & Date Functions সম্পর্কে কোনো ধারণা নাই। আপনারা হয়তো Wapka সাইট এ Time & Date কোড ব্যবহার করছেন। কিন্তু WordPress সাইট এ ব্যবহার করেন নাই। কারণ Wapka Time & Date কোড WordPress এ কাজ করে না। তাই আমি আজ আপনার কাছে WordPress Time & Date কোড শেয়ার করব।
Demo : 
কিভাবে কোড লাগাবেন তাও আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে Yoursitename/Wp-admin এ ঠুকুন। যেমন : OurTune.Ga/wp-admin।
তারপর ScreenShot এর মতো তিনটা ডট এ ক্লিক করুন।
এখন Appearance এ ক্লিক করুন।
এবার Editor এ ক্লিক করুন
এখন index.php তে ক্লিক করুন
এখন Time & Date কোড যেখানে বসাতে চান সেখানে বসান।
নিচে থেকে কোড গুলো কপি করে নিন।
উপরের কোড Wapka তে কাজ করে। তাই এই কোড Wapka তে ব্যবহার করা যাবে।
কপি করতে সমস্যা হলে কমেন্ট করুন।
এই পোস্ট কোথাও পাবেন না। পোস্ট কপি করলে আমার ক্রেডিট দিবেন।
এখানেই পোস্ট শেষ করলাম। পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার & কমেন্ট করবেন।

No comments

Powered by Blogger.