Header Ads

ad728

সি প্রোগ্রামিং এর A-Z (পর্ব-৩){{Don’t Miss}}

সি প্রোগ্রামিং এর A-Z (পর্ব-৩){{Don’t Miss}}


সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা.
আজকে আমি সি প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় Conditionalal Control Statement নিয়ে আলোচনা করব।
যারা আগের পর্ব মিস করেছেন তারা রা দেখে নিন:

Conditional Control Statement:

সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য এটি ব্যবহৃত হয়।অন্যতম কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলো হচ্ছে : 
  • If Statement :

  • প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য If ব্যবহৃত হয়।

    If এর গঠন:

    If(Condition)
    {
    Statement1;
    }
  • If….Else :

  • সি প্রোগ্রামে ‘অন্যথায়’ অর্থে এটি ব্যবহৃত হয়। If…Else কন্ট্রোলে ব্যবহৃত শর্ত সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হয় যা If এর পরে প্রথম বন্ধনীর() মধ্যে লেখা হয়…
  • Else If বা Nested If:

  • প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য এটি ব্যবহৃত হয়।Else If Statement এ Else&If এর মাঝে ফাকা স্থান থাকে…
  • Switch StateMent:

  • একাধিক স্টেটমেন্ট সম্পাদনের জন্য Switch ব্যবহৃত হয়।Swithc Statement এর সাথে অতিরিক্ত Case,Break ও Default স্টেটমেন্ট ব্যবহৃত হয়।মূলত অতিরিক্ত Else If স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে Switch ব্যবহৃত হয়।
    আজ এতটুকু।পরবর্তীতে ভাল রেসপন্স পেলে বাকি পর্ব গুলো শেষ করতে অনুপ্রেরণা পাব।

    ভাল থাকবেন সবাই

    No comments

    Powered by Blogger.