Header Ads

ad728

WhatsApp ইউজাররা, দেখুন ছোট্ট একটা Tricks Use করে কিভাবে মোবাইলের MB সেভ করা যায় l

 

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন 

অনলাইন ট্রিক বিডি

 র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেক উৎসাহ নিয়ে আজকে পোস্ট লিখতে বসলাম। কারন পোষ্টটা হবে ধামাকাদার। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে WhatsApp এপ এ এমবি বাঁচানো যায় l WhatsApp শহ অনেক app আসে যারা background এ আপনার ফোনের mb খায় l আর আমার এই পোস্ট এই সমস্যার সমাধান দিবে WhatsApp এর ক্ষেত্রে l আমরা যারা mobile data use করে WhatsApp চালাই, তাদের এই পোস্টটা অবশ্যই কাজে লাগবে l ছোট্ট একটা tricks use করলেই WhatsApp এ অনেক mb বাঁচানো সম্ভব l

তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

2827622885

প্রথমে settimgs এ প্রবেশ করুন।

তারপর এখান থেকে when using mobile data select করুন l

এখানে যতোগুলা টিক চিহ্ন আছে সবগুলা উঠিয়ে দিন l ok click করেন l

এরপরে use less data for calls option চালু করে দিন।

তাহলে আপনার phn এর mb অনেক কম কাটবে l এই সিস্টেম এ আপনাকে কেউ image, video, photo, document ইত্যাদি পাঠালে automatically download হয়ে থাকবে না, ফলে আপনি যার উপর click করবেন ওই টা দেখতে পারবেন l ফলে mb কম কাটবে l

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।


আর নিত্য নতুন ট্রিক্স সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে 

অনলাইন ট্রিক বিডি 

 সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।


No comments

Powered by Blogger.